আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
বানিজ্য ডেস্ক :-
বাজারে সরবরাহ ঘাটতি মেটাতে মঙ্গলবার ৭টি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ খবরে রাজধানীর বাজারগুলোতে ডিমের দাম কিছুটা কমেছে। কয়েক দিনের ব্যবধানে প্রতি ডজন ডিম ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়।
বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, মগবাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকায়। কারওয়ান বাজারে তা ১৫০ টাকায় বিক্রি হয়। আর পাইকারিতে ডিমের ডজন ছিল ১৪০ টাকা ৪০ পয়সা। যদিও ৪-৫ দিন আগে খুচরা পর্যায়ে এক ডজন ডিম কিনতে হয়েছে ১৯০-২০০ টাকায়।
অনেক খামারির অভিযোগ কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করেও ডিমের দাম বাড়াচ্ছেন। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ঢাকাকেন্দ্রিক একটি চক্র ডিমের বাজার নিয়ন্ত্রণ করে। তারাই ইচ্ছেমতো দাম বাড়ায়। এতে ক্ষুদ্র খামারিরা সঠিক দাম পান না। আর ক্রেতারাও বেশি দামে ডিম কেনেন।
তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমানত উল্লাহ বলেন, অভিযান ও জরিমানার ভয়ে ডিমের দাম কমিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। এভাবে বেশিদিন দাম কমিয়ে রাখা যাবে না। ভয়ে অনেকে ডিম বিক্রি কমিয়ে দিয়েছেন। এতে বাজারে সরবরাহ কমেছে।