ভয়ে আত্মগোপনে আছি: মনিরুল ইসলাম !Our Daily Bangladesh

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-

জঙ্গিদের ভয়ে আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চ্যানেল 24-কে দেয়া বিশেষ সাক্ষাতকারে এ কথা জানান তিনি।

মনিরুল ইসলাম দাবি করেন, জুলাই গণহত্যায় তার সম্পৃক্ত নেই। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ আনা অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন।

আন্দোলন দমাতে শেখ হাসিনার কাছ থেকে ৪ আগস্ট ২৫ কোটি টাকা নিয়ে এসেছিলেন এসবি অফিসে এমন খবর গণমাধ্যমে আসে। যা পরে লুট করে নেন তারই বিশ্বস্ত কয়েকজন। তবে তা অস্বীকার করেছেন মনিরুল।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শক্তি দিয়ে দমানো যাবে না এসবি থেকে সরকারকে এমন একাধিক রিপোর্ট দেয়া হয়েছিল বলেও দাবি করেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আড়ালে রয়েছেন মনিরুল ইসলাম। শেখ হাসিনার আমলে বাহিনী হিসেবে পুলিশে দলীয়করণের নেপথ্যে ছিলেন তিনি এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামিও হয়েছেন তিনি।

সামনের পরিস্থিতি আইনিভাবেই মোকাবিলা করার কথা জানান সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *