সমন্বয়কদের মধ্যে কোন্দল, নরসিংদীতে সভা না করেই ফিরেছেন সারজিস

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং মতবিনিময় সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠানস্থলে যেতে পারেননি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। নরসিংদীর সমন্বয়কদের দুই গ্রুপের কোন্দলে সমাবেশ না করেই নরসিংদী ত্যাগ করেছেন তিনি।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা।এদিন বিকাল ৩টায় পৌর শহরের সাটিরপাড়া এলাকায় মতবিনিময় সভার আয়োজন করে নরসিংদীর সমন্বয়কদের একাংশ। সেই সভায় যোগ দিতে দুপুরের আগেই ঢাকা থেকে নরসিংদী পৌঁছান সারজিস আলমসহ ১২ সদস্যের একটি দল।

সকাল সাড়ে ৯টা থেকে নরসিংদী ক্লাবে অবস্থান করে জেলার সমন্বয়কদের নিয়ে অভ্যন্তরীণ মিটিং শুরু করেন। সেখানে জেলার আরেক পক্ষের সমন্বয়ক সমাবেশটি সাটিরপাড়ার পরিবর্তে নরসিংদী সরকারি কলেজ মাঠে করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

বিজ্ঞাপন

কোথায় সমাবেশ হবে- বিকাল পর্যন্ত এ নিয়ে চলে তর্ক-বিতর্ক। সবশেষ, কোনও সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে বিকাল সাড়ে ৪টার দিকে সমাবেশে যোগ না দিয়েই নরসিংদী ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সারজিস আলম ও তার দলের সদস্যরা।

সমাবেশ না হওয়ার বিষয়ে আলফি নামে নরসিংদীর এক সমন্বয়ক বলেন, অভ্যন্তরীণ কিছু জটিলতা ছিল। সেগুলো সমাধান করতে গিয়ে সন্ধ্যা হয়ে যায়। যার কারণে সভাটি আর হয়নি। তবে কয়েক দিনের মধ্যে সভাটি হওয়ার সম্ভাবনা রয়েছে।সমাবেশ না হওয়ার বিষয়ে আলফি নামে নরসিংদীর এক সমন্বয়ক বলেন, অভ্যন্তরীণ কিছু জটিলতা ছিল। সেগুলো সমাধান করতে গিয়ে সন্ধ্যা হয়ে যায়। যার কারণে সভাটি আর হয়নি। তবে কয়েক দিনের মধ্যে সভাটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সাটিরপাড়া সমাবেশস্থলে জেলার বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা এই ঘটনায় হতাশা প্রকাশ করেন।

সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে, নরসিংদীর দুই গ্রুপ একত্রিত হতে পারলে অতিদ্রুতই আবার নরসিংদীতে আসবেন সারজিস আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *