আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-
ধামরাইয়ে ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরিতে বেতন বৃদ্ধির দাবি কোনো সমাধান না হওয়ায় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার পর্যন্ত ধামরাই উপজেলার সুতিপারা এলাকায় অবস্থিত ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের শ্রমিকদের সঙ্গে ফ্যাক্টরি কর্তৃপক্ষের আলোচনা হয়। আলোচনায় বেতন বৃদ্ধির দাবি কোনো সমাধান না হওয়াতে শ্রমিকরা দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। ওই এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উপস্থিত আছে। বর্তমানে রাস্তার দু-পাশে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।