রাজউক চেয়ারম্যান কে পদ থেকে অপসারণ |OurDailyBangladesh

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে এই পদ থেকে তাকে অপসারণ করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিুকুর রহমানের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী রাজউক এর চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হল।

চলতি বছরের ৮ এপ্রিল রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ছিদ্দিকুর রহমান।তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি মো. আনিছুর রহমানের স্থলাভিষিক্ত হন।

গত ৫ অগাস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে ব্যাপক রদবদল শুরু হয়, যা এখনও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *