আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

Logo
News Headline :
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট মিল্লাত ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান,গ্রেফতার ২৬ দীর্ঘ ৩ মাস ১১ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেন  নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর বাজার পরিচালনা কমিটি গঠন লংগদুতে জামায়াতের কর্মী টিএস অনুষ্ঠিত  বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে অনশন! নলছিটিতে ইঁদুর মা*রা*র ওষুধ খেয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের  কমলগঞ্জে মণিপুরী পাড়ায় পাড়ায় চলছে মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি  মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটের নাগরিক সংগঠনের স্মারকলিপি প্রদান
ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিহত ৩

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিহত ৩

ডেস্ক নিউজ :-

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান।

নিহত তোফাজ্জল হোসেন (৪৫) সদর উপজেলার আব্দুস সালামের ছেলে।

সোমবার বিকালে নগরীর রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম ফিলিং অ্যান্ড কনভারশন সেন্টারের এ অগ্নিকাণ্ডে আগেই প্রাণ হারিয়েছিলেন- সদর উপজেলার কিছমত গ্রামের জামাল উদ্দিনের ছেলে হিমেল মুন্সী (২৫) এবং রহমতপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (২৯)।

এর মধ্যে প্রাইভেটকার চালক হিমেল মুন্সী ঘটনাস্থলেই এবং আব্দুল কুদ্দুস সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দগ্ধ আরও চার জন আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোফাজ্জল হোসেন বলেছিলেন, ঢাকা থেকে আনা একটি ট্যাংক লরি থেকে এলপিজি গ্যাস নামানো হচ্ছিল। একটু দূরেই একটি প্রাইভেট কারে গ্যাস দেওয়া হচ্ছিল। তখন গ্যাস লিকেজ থেকে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে সাতটি গাড়ি ভস্মিভূত হয়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেট কার, তিনটি সিএনজি চালিত অটোরিকশাসহ অন্য গাড়ি রয়েছে।

পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভস্মীভূত প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয় হিমেল মুন্সীর মৃতদেহ। আহত হন সাতজন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবারই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com