ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১০

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক –

ভুয়া র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণা ঘটনার মূলহোতা রাকিবসহ (৩৫) ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১)। রাজধানীর উত্তরা এলাকা থেকে বিভিন্ন আলামতসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো: প্রতারক চক্রের মূলহোতা কাজী রাকিবুর রহমান ওরফে রাকিব (৩৫)। সহযোগীরা হলো, খন্দকার আল ফয়সাল (৩৫), মো. রাসেল (৩২), মো. জিলানী (২৬), মো. সুজন মিয়া (৪০), মো. শওকত (৪২), এইচ এম রনি (৩০), মো. গোলাম মোস্তফা (৩৬), আমর নাহিল (২৯) এবং আশরাফুর রহমান (৩২) আসামিদের গ্রেফতার করা হয়।

মাহফুজুর রহমান জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু চক্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।

গ্রেফতারকালে আসামিদের নিকট হতে মোবাইল ফোন ১৫টি, সিমকার্ড ১৫টি, মোটরসাইকেল ৭টি, ভুয়া আইডি কার্ড ৫টি, র‌্যাব জ্যাকেট ৪টি, হ্যান্ডকাফ ১ সেট এবং নগদ ৫৯ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *