বরিশালে অবিস্ফোরিত টিয়ারশেল উদ্ধার

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-

বরিশালে অবিস্ফোরিত টিয়ারশেল পাওয়া গেছে। সোমবার দুপুরে বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের পরিদর্শক কার্যালয়ের ভেতরে এটি পাওয়া যায়।

জানা যায়, বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের পরিদর্শক কার্যালয়ের ভেতরে পড়ে ছিল একটি অবিস্ফোরিত টিয়ারশেল। সোমবার ডাক বিভাগের পরিচ্ছন্নতাকর্মী টিয়ারশেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সেটিকে গ্রেনেড ভেবে সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার নাফিছুর রহমান জানান, এটি একটি অবিস্ফোরিত টিয়ারশেল। এটা টিয়ারশেলের আধুনিক ভার্সন। তাই মানুষ ভুল বুঝেছিল। তবুও সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞরা এটি নিষ্ক্রিয় করেছে।

পরিছন্নতাকর্মী জনি হেলা জানান, সকালে অফিসের ঘাস ও লতাপাতা পরিষ্কার করতে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে সেটি উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন জানান, গত ৪ আগস্ট ফরেস্টার বাড়ির পোল এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা ডাক বিভাগের পোস্টাল আবাসিক কম্পাউন্ডের ভেতরে ঢুকে পড়ে। সেখান থেকে রাস্তায় পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও জবাবে টিয়ারশেল নিক্ষেপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *