আজ শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

Logo
ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক নিউজ :-

ফরিদপুরের সালথায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর করা হয়েছে বেশ কিছু বাড়িঘর। কমপক্ষে ১০টি বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে সালথা উপজেলার গট্রি ইউনিয়নের মেম্বার গট্রি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক মেম্বার রফিক মাতব্বরের সাথে আজিজ মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে ঘোষণা দিয়ে উভয়পক্ষের কয়েকশ’ লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল, ঢাল, সুরকি নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com