নেত্রকোনায় কারাগারে হাজতির মৃত্যু

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক –

নেত্রকোনায় শিপন মিয়া (৩৮) নামের এক হাজতির মৃত্যু। কারাগার পুলিশ ও স্বজনদের দাবি স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. তাসমিয়া হোসেন অনন্যা এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। শিপন মিয়া নেত্রকোনা পৌর শহরের পুর্ব কাটলি এলাকার মরতুজ আলীর ছেলে।

কারা পুলিশ ও হাসপাতাল এবং স্বজন সূত্রে জানা গেছে গত ২০১৮ সনে মাদক বিরোধী অভিযানের সময় গ্রেফতার হয়েছিল আলী আহমেদ খান ওরফে শিপন মিয়া।

নিহতের ভাই মনোয়ারুল হক সাবুল ও ভাগ্নে আজিজুল ইসলাম জানায়, একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে এতোদিন হাজতেই ছিল। স্ট্রোক করে মারা যাওয়ার খবরে তারা এসেছেন। লাশ দিয়ে দিলে নিয়ে যাবে।

সাবুল আরও জানায়, তৎকালীন ওসি বোরহান টাকা দিলে ছেড়ে দিবে বলে আশ্বাস দিয়েছিল।

কারা পুলিশ শাহিনুল ইসলাম জানান, গতকাল বিকাল থেকে বুকে ব্যাথা অনুভব করে তখন থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলো। আজ সকালে স্ট্রোক করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

এ ব্যাপারে কারাগারে জেলার না থাকায় পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি জানান খোঁজ নিয়ে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *