আজ বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপি এক নেতার বিরুদ্ধে মোবাইলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর বদলগাছি উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন সৌখিন বিস্ফোরক মামলার আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিনিময়ে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ শামসুল আলম খানের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় জীবননাশের হুমকি দেন। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ঐ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেন। ঐ ব্যক্তির কারণ দর্শানোর জবাব সন্তুষ্ট না হওয়ায় নওগাঁ জেলা বিএনপি পুনরায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
মোবাইলে বিএনপি নেতার চাঁদা দাবির বিষয়টি সত্যতা রয়েছে। ঐ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে জবাব সন্তুষ্ট না হলে ঐ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটি বরাবর পত্র দেবে বলে জানা যায়।