আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে একটি ‘পেট্রোল বোমা’ ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। কালো হয়ে যাওয়া সলতেসহ সবুজ কাচের বোতলটি উদ্ধার করা হয়েছে।
হামলাকারীদের ছুরিকাঘাতে মণ্ডপের চারজন স্বেচ্ছাসেবকের আহত হওয়ার তথ্যও পাওয়া গেছে। তাদেরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, এটা ছিনতাইকারীদের কাজ। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটকের কথা বলছে বাহিনীটি।
কোতয়ালি থানার ওসি এনামুল হাসান বলেন, “রাত ৮টার দিকে এক নারীর চেইন ধরে টান দেয় কয়েকজন ছিনতাইকারী। এ সময় সেখানকার লোকেরা বাধা দিলে ছিনতাইকারীরা চারজনকে ছুরিকাঘাতে আহত করে। হামলাকারীরা একটি বোতল ছুঁড়ে মারে, তবে সেটি বিস্ফোরিত হয়নি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।”
বোতলে কী ছিল জানতে চাইলে ওসি বলেন, “যেহেতু সেটি বিস্ফোরণ হয়নি সেক্ষেত্রে সেটা ভয়-ভীতি দেখানোর জন্যও ছুঁড়তে পারে। তবে দেখা যায় সেটিতে তরল আছে।”
এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “তাদের একজনের কাছে চাকুও ছিল, যেটি উদ্ধার করা হয়েছে।”
আটক ব্যক্তিরা হলেন আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।
ছুরিকাঘাতে আহত হয়েছেন, ঝন্টু (৪৫), মো. সাগর (৩৮), মো. খোকন (৩৫) ও বৃত্ত (২৬)।
ঘটনার বিষয়ে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার ব্যাপারে শুনেছি। আমাদের পরিষদের লোকজন পুলিশের সঙ্গে কথা বলছে। পরে বিস্তারিত জানানো হবে। আগে আমরা পুরো ব্যাপারটি জানার চেষ্টা করছি। পরে পরিষদ আনুষ্ঠানিকভাবেই বক্তব্য জানাবে।”