আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

Logo
News Headline :
পবিপ্রবি-তে দূর্যোগ পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন ৫০ সেঞ্চুরির স্বপ্ন পূরণ করলেন বিজয় শেখ হাসিনার পক্ষে অনলাইন সভা, ববি শিক্ষকদের ভিডিও ঘিরে সমালোচনার ঝড় বাংলাদেশের মাঠ হলেও প্রথম দিন ছিল জিম্বাবুয়ের নির্বাচন ছাড়া সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হয় : আব্দুস সালাম বৈষম্যবিরোধী দুই নেতার নেতৃত্বে প্রাইম এশিয়ার পারভেজকে হত্যা, দাবি ছাত্রদলের সরকার দেশের ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে : জিএম কাদের পারভেজ হত্যা: ৮ জনের নাম উল্লেখ করে মামলা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
 আদালতপাড়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর

 আদালতপাড়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর

ডেস্ক নিউজ :-

বরিশাল আদালতপাড়ায় আওয়ামী লীগপন্থী নগরীর ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ দুই জনকে মারধর করা হয়েছে। সোমবার দুপুরে আদালতপাড়ায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে। 

কাউন্সিলর জয়নাল আবেদীন বলেন, বরিশাল মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের মামলার আসামি হিসেবে উচ্চাদালত থেকে জামিন নিয়েছেন। ওই কাগজপত্র আদালতে জমা দেয়া হয়েছে কিনা জানতে আইনজীবীর সাথে দেখা করতে যান। সেখান থেকে দেখা করে ফেরার সময় পিছন থেকে বিএনপি নামধারী কিছু সন্ত্রাসী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে কয়েকজন এসে তাকে শারিরীকভাবে লাঞ্চিত করে। পকেট থেকে ৭২ হাজার টাকা ভর্তি মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর। 

এর আগে আদালতপাড়ায় বরিশাল মহানগরের ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাচিব রাজীবকে মারধর করা হয়েছে। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমকে আদালতে আনার খবর পেয়ে আদালত পাড়ায় এসেছিলেন তিনি। তাকেও বেধরকভাবে মারধর করে আদালতপাড়ায় অবস্থান নেয়া যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com