প্রতিশোধ নেবো না, তবে অপরাধীদের আইনিভাবে শাস্তি পেতে হবে: জামায়াত আমির

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা বলেছি কারও ওপর প্রতিশোধ নেবো না। প্রতিশোধ নেওয়ার মানে হলো আইন নিজের হাতে তুলে নেওয়া। যেখানেই আইন হাতে তুলে নেওয়া হয়েছে, সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, যুগ যুগ চলতে থাকে। তাই আমরা চাই, আইন হাতে তুলে নেওয়ার নোংরা সংস্কৃতির সমাপ্তি হোক। তবে ন্যায় প্রতিষ্ঠায় আমাদের দাবি হলো, যারা অপরাধ করেছে তাদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি পেতে হবে। বেআইনিভাবে নয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত দলের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। জেলা জামায়াতের আমির শাহীনুর আলম এতে সভাপতিত্ব করেন।

আমরা সমালোচনাকে অভিনন্দন জানাই ও উৎসাহ দেই দাবি করে জামায়াতে ইসলামীর আমির বলেন, সবাই আমার মনের মতো পছন্দের কথা বলবেন না, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এ জন্য সমালোচনা সহ্য করার মানসিকতা আমাদের থাকতে হবে। যারা সমালোচনা করেন, তারাই আমাদের প্রকৃত বন্ধু। যারা আমার সমালোচনা করেন না, আমার ভুল দেখেও নীরব থাকেন, তারা আমার বন্ধু হতে পারেন না।

সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছর আপনারা স্বাধীন ছিলেন না। ইচ্ছা বা অনিচ্ছায় হোক আপনারাও মজলুম দলগুলোর বিরুদ্ধে কলম চালিয়েছেন। অনেকেই বলেন, চাপের জন্য আপনারা অসহায় ছিলেন। এ জন্য আপনাদের দায়ী করব না। আল্লাহ এখন আপনাদের কণ্ঠ মুক্ত করে দিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ, এখন যেন আপনাদের বিবেক অনুযায়ী এই পবিত্র দায়িত্ব পালন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *