আজ শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্র শিবিরের হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকালে কলেজের ভেতর ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার পর তাদের ধাওয়া করেও ককটেল বিস্ফোরণ ঘটায় বলেও অভিযোগ করেছে ছাত্রদল।
হামলায় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম আরিয়ান, শরীফুল ইসলাম আবীর, নাঈম ভূইয়া, আহ্বায়ক কমিটির সদস্য শোয়াইবুল ইসলাম ও আশরাফ নামে পাঁচ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে বিএনপি সমর্থক ছাত্র সংগঠনটির পক্ষ থেকে।
চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে ছাত্র শিবির কর্মীরা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদল করার অভিযোগ তুলে মারধর করে।
“আশরাফকে কলেজে দেখেই শিবিরের কিছু ছেলে গিয়ে কেন কলেজে এসেছে এবং ছাত্রদলের মিছিলে তাকে দেখা গেছে এ অভিযোগ তুলে মারধর করে। ক্যাম্পাস থেকে বের করে দেয়। বিষয়টি অধ্যক্ষকে জানানোর পর অধ্যক্ষ লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়।”
বেলা তিনটার দিকে আশরাফ তার সহপাঠী ও ছাত্রদলের আরও কয়েকজন নেতাকে নিয়ে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে বের হওয়ার পরপরই শিবিরের কর্মীরা তাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন ছাত্রদল নেতা সাফরাশ।
তার অভিযোগ, শিবির কর্মীরা তাদের কলেজে মারধর করার পর রাস্তায় আবারও মারধর করে ধাওয়া করে। এসময় তারা ককটেলও বিস্ফোরণ ঘটায়।