আজ রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপরের জেলার শ্রীরামকাঠী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) এ গণ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামীর শ্রীরামকাঠী ইউনিয়ন শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীরামকাঠী ইউনিয়ন আমীর কাজী মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মোস্তাফিজুর রহমাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন হাওলাদারের সঞ্চালণায় এ গণ সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর ০১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাইদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর জেলা পেশাজীবি বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহ হিল মাহমুদ, জেলা শুরা সদস্য ও নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলা সেক্রেটারী কাজী মোসলেহ উদ্দিন, নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ল’ ইয়ার্স ফোরামের জজকোর্ট শাখা সহ-সভাপতি এডভোকেট আবু সাঈদ মোল্লা, জাতীয় ইমাম সমিতির নাজিরপুর উপজেলা সভাপতি হাফেজ হাবিবুল্লাহ বেলালী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা শাখা সভাপতি শেখ আবু হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আলহাজ্ব মাসুদ সাইদী বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ এ দেশের টাকা বিদেশে পাচার করেছে। দেশকে সন্ত্রাস, চাঁদাবাজ, কুশাসন ও দূর্নীতির স্বর্গরাজ্যে বানিয়েছিল। বিরোধীমত দমন করতে দেশের প্রশাসনকে নগ্ন দলীয়করণ করছিল। আগামীতে জনগণের ভোট জামায়াত সরকার গঠন করলে দেশ থেকে দূর্নীতির মূল উৎপাটন করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তিনি এইজন্য জাতি – ধর্ম – বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।