আজ শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

Logo
লংগদুতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত 

লংগদুতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত 

তাজ মাহমুদ, লংগদু, (রাংগামাটি) প্রতিনিধি 

১৬ নভেম্বর, ২০২৪ ইং শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) 

ও অঙ্গসংগঠনের দায়িত্বশীলদের নিয়ে দলীয় কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষে এক বর্ধিত সভা উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ সভাপতি ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি দিপন তালুকদার দিপু।

উক্ত বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ  মামুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল লংগদু উপজেলার যুগ্ন সম্পাদক এমএ হালিমের উপাস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন জাতীয়তাবাদী উলামা দলের আহবায়ক মাওলানা সোহেল আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। 

সভায় বক্তাগণ বলেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। কেউ যাতে দেশে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাই সোচ্চার থাকতে হবে। ফ্যাসিস্ট সরকারের দোসরেরা থেমে নেই, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করতে। 

এহেন পরিস্থিতিতে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ যেন কোনভাবে দেশে কোনরকম ষড়যন্ত্রমূলক কর্মকান্ড চালাতে না পারে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগীতা করতে হবে। যাতে তারা দেশে একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com