আজ রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার:-
মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা ফয়ছল আহমদ (৪৫) ও মুছেগুল গ্রামের মো. সুরমান আলী ওরফে সায়মন (৩৫)।
থানা পুলিশ জানিয়েছে, ফয়ছল আহমদ ও সুরমান আলী ২০১৫ সালের ৫ জানুয়ারি বড়লেখা পৌর শহরস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদারকে হত্যা চেষ্টা মামলার (নম্বর-৯) এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম বলেছেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।