আজ শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী ভয়াবহ অগ্নিকান্ডে মো. আনছু টালির ২টি গরু বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের রাজাবাড়ি চর গ্রামে মো.আনছু টালী বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিকের দাবি।
ঘরের ভিতরে ছিল প্রায় ২০ থেকে ৩০ মন চাল,সবগুলো পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের সূত্রপাত ধরেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আমরা সকল গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি প্রায় দুই তিন ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে হয়েছে।
এ বিষয়ে ফোন দিলে উপজেলা ফায়ার সার্ভিস এক কর্মকর্তা বলেন,
নদীপথ ও সড়কপথে যোগাযোগ ব্যবস্থা না থাকায়, এবং দুর্গম চর হওয়ায় ফায়ার সার্ভিসের কার্যক্রম সেখানে পৌঁছানো যায় না।