আজ শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
মোঃ মামুন সেখ
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ৷
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলী গ্রামের মোঃ নুরনবী ইসলাম (২০), পিতা মোঃ আবু বকর সিদ্দিক, বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গত ০৪ আগস্ট ২০২৪, সিরাজগঞ্জ বাজার স্টেশনের সামনে গণঅভ্যুত্থান আন্দোলনে অংশ নেওয়। এ সময় পুলিশ অতর্কিতভাবে গুলি চালায়। পুলিশের গুলিতে নূরনবী সহ আরো অনেকেই গুলিবিদ্ধ হয়,এ সময় নূরনবীর মাথা,পিঠওবুকে প্রায় ২৫ টির মতো ছোরা গুলি বৃদ্ধ হয় । গুলিতে গুরুতর আহত হন নূরনবী ইসলাম।
ঘটনাস্থল থেকে তাকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়, আন্দোলনরত ছাত্র জনতা। সে কিছুটা সুস্থ হয়ে আন্দোলন থেকে বাড়িতে চলে আসেন এবং এ ঘটনা তার পিতা, মাতাকে জানান। আহত নূরনবী ইসলামের পিতা-মাতা তাকে শহীদের এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিজ খরচে ভর্তি করান এবং চিকিৎসার ব্যবস্থা করেন। কর্তব্যরত চিকিৎসক আহত নূরনবী ইসলামের শরীর থেকে বেশ কয়েকটি বুলেট বের করে বলেন আরো কিছু বুলেট আহত নূরনবীর মাথায় ও মুখে খুবই জটিল অবস্থাতে আটকে রয়েছে এগুলো সময় মত বের না করতে পারলে আহত নূরনবী ইসলামের জীবন অনেক খানি ঝুঁকির মধ্যে পতিত হবে বলে জানান। আহত নূরনবী যে কোন মূল্যে বাঁচতে চান তার জন্য সে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এর হস্তক্ষে কামনা করছে। আহত নূরনবী ইসলামের পিতা মোঃ আবু বকর সিদ্দিক জানান আমার ছেলে নূরনবীর চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন যা আমার পক্ষে জোগাড় করা সম্ভব না। আমি দিনমজুরি করে খাই আমার দারিদ্র পরিবার। আমি ও আমার ছেলে নূরনবী ইসলাম স্থানীয় নেতা ও সিরাজগঞ্জের সমন্বয়ক দের সাথে চিকিৎসার বিষয়ে কথা বললে তারা আমাকে আশ্বস্ত করলেও বাস্তবে কোন কিছুই এখনো হয়নি। তাই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাছে আমার দাবি আমার ছেলের চিকিৎসার যেন একটি ব্যবস্থা করে দেয়।
পরিবারটি বর্তমানে আর্থিক সংকটে রয়েছে এবং চিকিৎসার খরচ চালানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
এমতাবস্থায়, নুরনবীর জীবন রক্ষায় “জুলাই স্মৃতি ফাউন্ডেশন” ও অন্যান্য দাতব্য সংস্থার প্রতি সহায়তার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি যাচাই করে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা এবং মাথার বুলেট অপসারণের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।
ঠিকানা: বিলধলী, শিয়ালকোল, সিরাজগঞ্জ।
পরিবারের যোগাযোগ: 01307925021
নুরনবীর পরিবার এবং এলাকাবাসীর বিশ্বাস, সময়মতো সহায়তা পেলে তার জীবন রক্ষা করা সম্ভব।