আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা
ফরিদপুররের বিভিন্ন উপজেলায় ধর্ম প্রাণ মুসলমান স্থানীয় শীর্ষ ওলামা পরিষদওবিভিন্ন উপজেলার মাদ্রাসার এবং মসজিদের মোহতামিমগণের উদ্যোগে টুঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের নিরহ মুসল্লি ঘুমন্ত অবস্থায় রাতের আধারে উগ্র সাদপন্থী সন্ত্রাসীদের বর্বরচিত হামলা ও নৃশংস ভাবে কুপিয়ে ৪ জন তাবলীগ জমায়েতের মুসল্লিকে হত্যা এবং দেড়শতাধিক তাবলীগ জামায়েত কমী’কে আহত করার প্রতিবাদে ও সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধে ঘোষনার দাবিতে এবং নিহতের মাগফিরাত
কামনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে২৪শে ডিসেমবার বিকাল১১যটিকায়। পরে ফরিদপুর জেলাপ্রসাশকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিপ্রদান করেন ।
২৪শেডিসেম্বর সকাল সাড়ে৯টায় বিভিন্ন উপজেলা হতে আগত হাজার হাজার ধর্মীয় এবং ওলামায়ে নেতা এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সহ বিভিন্ন উপজেলা শীর্ষ স্হানীয় উলামা মাশায়েখ। উপজেলা বিভিন্ন স্লোগান দিয়ে সাদ উগ্রপন্থীদের নিষিদ্ধ ঘোষণার দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফরিদপুর জনতা ব্যাংক মোড়।
সাদ পন্থীদের সকল কায’ক্রম বন্ধের দাবিতে সমাবেশে বক্তব্য রাখেন ,হাফেজ হেলাল উদ্দিন আবরার,থানা জিম্মাদারদের মধ্যে সালথা উপজেলার মাওলানা মেজবাহ, নগরকান্দা উপজেলা মাওলানা লিয়াকত আলী, মধুখালি উপজেলার মুফতি মনিরুল ইসলাম, আলফাডাঙ্গা মাওলানা সিরাজুল ইসলাম, বোয়ালমারী মাওলানা রওশন হুসাইন, চরভদ্রাসন উপজেলার মাওলানা সালাউদ্দিন , সদরপুর উপজেলা মাওলানা সাদিকুর রহমান, জেলা ওলামা নেতৃবৃন্দের মধ্য, মুফতি মোস্তফা কামাল, মাওলানা সৈয়দ শামসুল হক, মাওলানা আমজাদ হোসাইন, মৌলানা ইসমাইল, মুফতি মনসুর আহমেদ,চরভদ্রাসন উপজেলার আব্দুল শিকদার ডাংগীমারকাজুল উলুম দাখিল মাদ্রাসার মুফতি মাহমুদ হাসান ফায়েক,মুফতি কামরুজ্জামান , মুফতি আব্দুল কাইয়ুম, মুফতি আবুল হুসাইন। বিক্ষোভ মিছিল শেষে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান নেতৃত্বে একদল চৌকস পুলিশের পাহারায় শান্তিপূর্ণ ভাবে জেলাপ্রসাশকে নিকট স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর প্রেরণ করার জন্য জেলাপ্রসাশকের নিকট জমাদেন।
জেলা প্রশাসকের নিকট উলামার নেতারা ঘন্টা ব্যাপী রুদ্র দ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বক্তারা ইজতেমা মাঠে হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের শাস্তি দাবি ও সকল কায’ক্রম বন্ধের এবং সাদ পন্থীদের অবাঞ্চিত ঘোষনাসহ সকল কার্যক্রম বন্ধের দাবি জানান।