আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা
ফরিদপুর জেলায় চরভদ্রাসন উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতি প্রতিযোগিতা ২০২৪ ইং আজ বুধবার ১৩ নভেম্বর ২০২৪ ইং সকাল ১১ঘটিকায় উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতি প্রতিযোগিতা প্রথম শ্রেণি হতে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কুল ওমাদ্রাসা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে গ্রুপ ভিত্তিক অনুষ্ঠিত হয়।চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, রোকনউদ্দিন উদ্দিন সরকারি বালিকা বিদ্যালয় , বিদ্যালয় হাজী ডাঙ্গি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা, সহ মোট ১১ টি প্রতিষ্ঠান কিরাত, হামদওনাত, আজান, কবিতা আবৃতি, উপস্থিত বক্তিতা, রচনা, ইসলামী জ্ঞান এরউপর সাংস্কৃতি প্রতিযোগিতা অংশগ্রহণ করে। রচনা প্রতিযোগিতা ইসলামের মৌলিক বিষয়ওইতিহাস এবং বাংলাদেশের ও মুক্তিযুদ্ধ বিষয় প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সুশীল সমাজ এলাকাবাসী ইসলামিক ফাউন্ডেশন এর এমন মহতি কর্মকান্ডে সাধুবাদ জানিয়েছেন।