আজ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন

Logo
পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

সপ্তাহব্যাপী প্রস্তুতির পর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ শুরু হলো।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় এএনএসভিএম অনুষদের কেন্দ্রীয় খেলার মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সাল কবির, হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, সহকারী হল প্রভোস্ট প্রফেসর ড. আলী আজগর এবং সহকারী অধ্যাপক ডাঃ এস.এম. হানিফসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ড. মামুন অর রশিদ খেলাধুলার গুরুত্ব উল্লেখ করে বলেন, “পড়ালেখার পাশাপাশি আমাদের নিয়মিত খেলাধুলা করা একান্তই জরুরি। এতে শরীর ও মন উভয়ই ভালো থাকে। তবে খেলাধুলার বিষয়গুলো যেন আমরা খেলার মাঠেই সীমাবদ্ধ রাখি।”

এছাড়া হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান বলেন, “সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে সকলেরই নিয়মিত খেলাধুলা করা উচিত। আমি আশাবাদী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে হলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও খেলোয়াড়ি দক্ষতা বৃদ্ধি পাবে।”

এ বিষয়ে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৯তম ব্যাচের শিক্ষার্থী রায়হান আলী খাঁন এ বিষয়ে বলেন, “আমার মতে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। অতীতে আমরা দেখেছি যে আমাদের হলে শুধুমাত্র ক্রিকেট অথবা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হতো। কিন্তু এবার প্রভোস্ট স্যার একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতাটি আরও বড় পরিসরে আয়োজনের চেষ্টা করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমরা আশা করি, স্যার ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য কাজ করে যাবেন।”

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় মোট ৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ব্যাডমিন্টন (দ্বৈত), দাবা (একক), ক্যারাম (দ্বৈত) এবং ফ্লোর ভলিবল (টিম)।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com