আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

Logo
News Headline :
বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে অনশন! নলছিটিতে ইঁদুর মা*রা*র ওষুধ খেয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের  কমলগঞ্জে মণিপুরী পাড়ায় পাড়ায় চলছে মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি  মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটের নাগরিক সংগঠনের স্মারকলিপি প্রদান রাজনগরে ভগবত শিক্ষা একাডেমির অন্নকুট মহোৎসব উদযাপন  সুনামগঞ্জে ছাত্র সমন্বয়ক দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ নওগাঁর ধামইরহাটে বিএনপির ইউনিয়ন কর্মীসভা অনুষ্ঠিত  নওগাঁর রানীনগরে এক এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ‘আগেই ভালো ছিল’ বলার সুযোগ দিচ্ছি, এটা আমাদের ব্যর্থতা : হাসনাত
নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র জনতা 

নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র জনতা 

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।

এ সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যুবাইর আল ইসলাম সেজান, সজীব সরকার, ইয়াসির আরাফাত ইশান ও টি এম মুশফিক সাদ সহ সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গের কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়নি, বরং এনজিও এবং চট্টগ্রাম অঞ্চলের প্রভাব বাড়ানো হয়েছে।

 তারা জানান, তাদের তিন দফা দাবি মেনে নিয়ে যোগ্য এবং বৈষম্যমুক্ত উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। 

শিক্ষার্থীদের দাবি, আওয়ামী লীগের ঘনিষ্ঠ দোসরদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যা ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করেনি।

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসির আরাফাত ইশান বলেন, “গণঅভ্যুত্থানের পর ছাত্রদের প্রতি ন্যায্য ও সমতাভিত্তিক অবস্থান প্রতিষ্ঠা না করে, উপদেষ্টা নিয়োগের নামে স্বৈরতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনার চক্রান্ত চলছে। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

বিক্ষোভ চলাকালীন সময়ে বিক্ষোভে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবি গুলো হলো:

১. এককেন্দ্রিকতা বাদ দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এই আন্দোলনের সব অংশীদারকে রাষ্ট্রগঠনে সমানভাবে সুযোগ দিতে হবে। 

২. ছাত্র-জনতার মতামত না নিয়ে উপদেষ্টা নিয়োগের জবাবদিহি করতে হবে। কোন প্রক্রিয়ায় এবং কোন আঁধার ঘরে বসে সচিবালয়ে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় তা অবিলম্বে জাতির সামনে স্পষ্ট করতে হবে। 

৩. ছাত্র-জনতার অংশগ্রহণ ও ঐক্যমতের ভিত্তিতে ছায়া সরকার প্রতিষ্ঠা করতে হবে। যা এই সরকারকে গণঅভ্যুত্থানের প্রতি দায়বদ্ধ করবে৷

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com