আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
মোঃ মামুন সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি৷
দীর্ঘ ৩ মাস ১১ দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার (১৫ নভেম্বর) পুনরায় চালু হলো “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেনটি৷ আজ ভোর ৬ টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ঢাকাগামী ট্রেন টি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়৷ ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় যাত্রীদের ফুল দিয়ে বরণ করেছে “আমরা সিরাজগঞ্জবাসী” নামক সামাজিক সংগঠন৷ তবে আজ ছুটির দিন থাকাই যাত্রীসংখ্যা কিছুটা কম ছিল৷
গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ৪ আগস্ট সিরাজগঞ্জের বাজার রেলওয়ে স্টেশন ও সদানন্দপুর শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সিরাজগঞ্জ থেকে ঢাকা গামী ট্রেনটি বন্ধ হয়ে যায়৷ সে ট্রেনটি আজ পুনরায় সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়৷
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ছাত্র-জনতার ও নানান শ্রেণির ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ট্রেনটি চালু করা হয়েছে। এবং সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে অনেক যন্ত্রাংশ পুড়ে যাওয়ার ফলে নতুন কিছু যন্ত্রাংশ যুক্ত করা হয়েছে৷
শাহ সুফি নুর মোহাম্মাদ আরও বলেন, আমাদের শুধুমাত্র সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন টি ঠিক করা হয়েছে কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলা সদানন্দপুর ইউনিয়নের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনটি এখনো ঠিক হয়নি। আশা করছি আগামী ২০ নভেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী স্টেশনটিও ঠিক হয়ে যাবে ।
সিরাজগঞ্জ থেকে ঢাকা গামী ট্রেনের যাত্রী মোঃ মেহেদী হাসান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ট্রেনটি বন্ধ হয়েছিল৷ দীর্ঘদিন আমাদের নানান রকম ভোগান্তি হয়েছে এবং বিকল্প যানবাহন হিসেবে বাস ব্যবহার করা হয়েছে৷ এখন আর আমাদের কোন ভোগান্তি পোহাতে হবে না৷ তাই আমরা সিরাজগঞ্জবাসী অনেক খুশি ও আনন্দিত৷
পুনরায় ট্রেন চালুর খুশিতে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের ফুল দিয়ে বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুন অর রশিদ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু৷