আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
মোঃ মামুন সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:-
গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ০৪ আগস্ট সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন পুড়ে দেওয়ার কারনে দীর্ঘ তিন মাস সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেনটি বন্ধ ছিল৷ ট্রেনটি দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে আগামী ১৫ই নভেম্বর৷ রেলওয়ে কর্তৃপক্ষ সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্টদের প্রস্তুতি নেবার নির্দেশনাও দিয়েছেন।
আমাদের এই বিষয়টি নিশ্চিত করেছেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ। গত সোমবার বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পশ্চিম) পক্ষে ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (পশ্চিম) মোসা. হাসিনা খাতুন স্বাক্ষরিত এক পত্রে ট্রেন পুনরায় চালুকরণের এই নির্দেশনা দেওয়া হয়।
ট্রেনটি পুনরায চালুর দাবিতে ও স্টেশনটি মেরামত করার দাবিতে সিরাজগঞ্জের নানান শ্রেণীপ্রেসার মানুষজন ও শিক্ষার্থীদের নিয়ে সভা-সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু৷
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ১৫ নভেম্বর থেকে আগের নিয়মেই সিরাজগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করবে। এই সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে কিছু নতুন যন্ত্রাংশ যুক্ত ও সরঞ্জামগুলো আংশিক মেরামত করা হবে।
তিনি আরও বলেন, আগে বাজার স্টেশন থেকে টিকিট অনলাইন ছিল না। বাজার স্টেশনে আগুন দেওয়ার ঘটনায় ট্রেনের সব টিকিট পুড়ে গেছে। এমতাবস্থায় ১৫ তারিখ থেকে চলাচল শুরু করতে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেসের টিকিট এখন থেকে অনলাইনে পাওয়া যাবে।
এ বিষয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রেলওয়ের সচিব, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও ইকোনমিক জোনের পরিচালক মনোয়ার হোসেনসহ সিরাজগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষসহ শিক্ষার্থী ও শিক্ষকদের। আমি সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাই সিরাজগঞ্জে কর্মরত সব গণমাধ্যমকর্মীদের। তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না।