আজ রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
মোঃ মামুন সেখ
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ৷
দীর্ঘ ১৫ দিন পর রহিচ উদ্দিন নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ৷
সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলার নলুয়া বটতলা নিজের দোকান থেকে নিখোঁজ হয়ে যায় রইচ উদ্দিন৷ দীর্ঘ ১৫ দিন খোঁজাখুঁজির পর কোন খোঁজ মেলেনি রহিচ উদ্দিনের৷ নিখোঁজের ১৫ দিন পর শফিকুলের বাড়ির পাশে খালের ধারে একটি গলিত লাশ দেখা যায়৷ লাশ দেখে চেনা যাচ্ছিল না যে এটা কার লাশ কিন্তু রহিচ উদ্দিনের এক হাতে ৬ টি আঙ্গুল থাকাই এলাকাবাসী বলছে এটাই রইচ উদ্দিন এর লাশ৷
গত ১৮ নভেম্বর (সোমবার) বিকেলে খালের ধারে বন কাটতে যায় একই গ্রামের তাহেজ ফকির৷ বন কাটতে গিয়ে বনের পাশে খালের ধারে একটি গলিত লাশ দেখতে পায়৷ তেহেজ ফকির লাশটি দেখে দ্রুত এলাকাবাসীকে জানায়৷ তৎক্ষণাত এলাকাবাসি উপস্থিত হন এবং শাহজাদপুর থানা পুলিশকে খবর দেয়
এলাকাবাসী জানান, দীর্ঘ ১৫ দিন আগে রইচ উদ্দিন নামের একজন যুবক তার নিজ দোকান থেকে নিখোঁজ হয়ে যায়৷ সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজির পর কোন খোঁজ মেলেনি৷ রহিচ উদ্দিনের এক হাতে ছয় আঙ্গুল থাকায় আমরা আশা করছি এটাই রহিত উদ্দিন লাশ৷
নিহতের স্বজনেরা জানান, রহিচ উদ্দিন গত ৩ নভেম্বর তার নিজ দোকান থেকে নিখোঁজ হয়ে যায়৷ অনেক খোঁজাখুঁজির পর তার খোঁজ না মেলায় গত ৮ ই নভেম্বর শাহজাদপুর থানায় একটি জিডি করা হয়৷ আর আজ ১৮ নভেম্বর এ লাশটির খোঁজ মিলে কিন্তু লাশের মুখ দেখে চেনার উপায় নেই কিন্তু তার এক হাতে ছয় আঙ্গুল থাকাই আমরা ভেবে নিচ্ছি যে এটাই হয়তো রহিচ উদ্দিনের লাশ৷
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, খালের পাশে একটি গলিত লাশ উদ্ধার করেছি কিন্তু লাশের মুখ দেখে কোন কিছু বোঝা যাচ্ছে না৷ তাই আমরা ডিএনএ টেস্ট করে মৃতদেহের আসল পরিচয় নিশ্চিত করে তারপর তার নিজ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে৷