আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি হয়।
বুধবার (১৩ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভা শেষে উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি সম্বলিত বই বিতরণ করেন।
সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মশিউর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, এস.এম হাসান মাহমুদ রিপন, হায়াত মাহমুদ জুয়েল।
এসময় আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, সদস্য সচিব শরিফ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হাওলাদার, মোঃ হুমায়ুন কবির, মোঃ ইব্রাহীম গাজী। তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ মমিন, মোঃ সজীব, মিজান চৌধুরী, মোঃ শাকিল প্রমূখ।