আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:-
১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য আত্মহত্যা করেছিলেন। দেশজুড়ে আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে ‘চক্র’ নামে সিরিজ তৈরি করেছেন ভিকি জাহেদ।
বৃহস্পতিবার বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে সেই সিরিজ। ২০ পর্বের এই সিরিজ দেখে দর্শক বলছেন, এটি ছিল উপভোগ্য। দীর্ঘ সময়ের হলে বোরিং লাগছে না।
চক্র’ ভিকি জাহেদের দীর্ঘ সিরিজ। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এ সিরিজটিতে নির্মাতা থ্রিলার মসলা দিয়ে গল্পকে নতুনভাবে সাজিয়েছেন। নতুন নতুন টুইস্ট, প্লট সৃষ্টি করে বড় একটি সিরিজ ডিজাইন করেছে। এটি দেখে আলাউদ্দিন বিশ্বাস নামে এক দর্শক ফেসবুকে লিখেছেন, মাঝেমধ্যে কিছু দৃশ্যে গায়ে কাটা দিয়ে ওঠে।
সিরিজটিতে অভিনয় করেছে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, শাহেদ আলী, এ কে আজাদ সেতু সহ এক ঝাঁক শিল্পী। দর্শক বলছেন, প্রতিটা চরিত্র রহস্যের জালে ঘেরা। মইনুল আলম নামে একজন লিখেছেন, ভিকি জাহেদের নির্মাণ নিয়ে সর্বদা সন্তুষ্ট দর্শক। এটির ব্যাপারেও তাই বলবো। ক্রাইম থ্রিলার হিসেবে যথেষ্ট ভালো একটি সিরিজ।
রিয়াজ আরিফ লিখেছেন, সিরিজটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি পর্বের শেষে নতুন কোনো টুইস্ট যুক্ত করা হয়েছে, যা দর্শককে পরবর্তী পর্ব দেখার জন্য উদগ্রীব করবে। রহস্য, থ্রিলার এবং ভায়োলেন্সের মিশ্রণে “চক্র” এমন একটি গল্প বলেছে, যা আদ্যোপান্ত আকর্ষণ ধরে রেখেছে।
তৌসিফ মাহবুব হুমায়ুন চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। এটি তার প্রথম ওয়েব সিরিজ হলেও, তিনি চরিত্রে এতটাই ডুবে গিয়েছেন যে, প্রতিটি দৃশ্যে তার নৈপুণ্য মুগ্ধ করবে। তাসনিয়া ফারিণের অভিনয় বরাবরের মতোই অসাধারণ। তিনি তার চরিত্রের মধ্যে জীবন্ত আবেগের মিশ্রণ ঘটিয়ে দর্শকদের মনে গেঁথে যাবেন। যারা থ্রিলার ভালোবাসেন তাদের জন্য এটি মাস্ট ওয়াচ সিরিজ।