আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:-
এবার পাকিস্তানের ৪৩ সিনেমাহলে মুক্তি পাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’। তবে বাংলা ভাষায় নয়, পাকিস্তানে তুফান দেখা যাবে উর্দুতে।
ইতোমধ্যে ফেসবুকে উর্দু ট্রেইলার প্রকাশ হলে ব্যাপক প্রশংসিত হয় নেটিজনের কাছে। আলফা-আই স্টুডিওস এর ইন্ডাস্ট্রি হিট তুফান- এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ও ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল রায়হান রাফি পরিচালিত সিনেমাটি।
এরই ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর এটি মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানেও। ইতোমধ্যে ‘তুফান’ সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে।
‘তুফান’ সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত ও ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তেও উন্মুক্ত হয়েছে।