আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
স্কুলছাত্রীকে অপহরণের মামলায় বিএনপি নেতা আটক

স্কুলছাত্রীকে অপহরণের মামলায় বিএনপি নেতা আটক

বরগুনা প্রতিনিধি :-

বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে এক কিশোরীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় তিন-চারজনের নামে পাথরঘাটা থানায় অপহরণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর মা।

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১২টায় অপহরনকারী উপজেলার কালমেঘা ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ওই কিশোরীকে অপহরণ করে। অপহৃত কিশোরী স্থানীয় এক স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।

অপহরণকারী ওই ছেলের নাম ইয়াসিন আরাফাত। তিনি বরিশালের হাতেম আলী কলেজে প্রথম বর্ষে অধ্যায়নরত। তার বাবা মো. ইউসুফ মিয়া পাথরঘাটা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। গতকাল পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিবাড়ী থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়।

মামলার এজাহারসুত্রে জানা যায় যে, অভিযুক্ত আসামী ইয়াসিন আরাফাত পূর্বে ওই কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে তার বাবা ও মাকে অবগত করলেও তারা কর্ণপাত করেনি। এবং তাদের প্রত্যক্ষ প্ররোচনায় ঘটনার দিন অভিযুক্ত আসামী জোরপূর্বক ভুক্তভোগী কিশোরীকে মুখ চেপে অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় মোটরসাইকেলে অপহরন করে নিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা জানান, আমার মেয়েকে অপহরণ করে কোথায় নিয়ে রেখেছে আমরা কিছু জানিনা। আমি অতিদ্রুত আমার মেয়ের খোঁজ চাই এবং অভিযুক্ত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, এই মামলায় ৫ জনকে এজাহারভুক্ত করে আরও ৩/৪ অজ্ঞাত আসামী করা হয়। ইতিমধ্যে আমরা ছেলের বাবা মো. ইউসুফ মিয়া এবং তার সহপাঠী রাব্বি (১৭) কে গ্রেফতার করেছি। দ্রুত অপহৃতকে উদ্ধার করে বাকি আসামিদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com