আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
গাজী তাহের লিটন
ভোলায় মাদরাসার ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামার সময় পড়ে গিয়ে সুলাইমান ইসলাম মিনহাজ (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ভোলা শহরের উকিলপাড়ার স্বনামধন্য জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া (গোরস্থান) মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রতনপুর গ্রামের ফরাজি বাড়ির মৃত সামসুদ্দিনের ছেলে। তিন ভাই বোনের মধ্যে মিনহাজ ছিলো সবার ছোট। সে ওই মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্বজনরা জানান: ২ মাস আগে জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া (গোরস্থান) মাদরাসায় ভর্তি করানো হয় মিনহাজকে। ভর্তির পর থেকেই আবাসিক শিক্ষার্থী হিসেবে মাদ্রাসায় থেকে পড়াশোনা করতো। শিক্ষকদের না জানিয়ে একাধিকবার পালিয়ে যায় মিনহাজ। বৃহস্পতিবার ফজরের নামাজের পর মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে মৃত্যু হয় তার।
এদিকে নিহতের মা নাজমা বেগম, বিষয়টি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধ কোনো অভিযোগ নাই বলে জানান।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ হাছনাইন পারভেজ জানান, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।