আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বরগুনার বেতাগীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এতে অংশ নেয় সাধারণ মানুষও। রোববার সকাল ১০টায় বেতাগী টাউন ব্রিজ এলাকায় দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ২০২৩ সালের ৩০ জুন বেতাগীতে যোগ দেওয়ার পর থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে উন্নয়নমূলক কাজ করেছেন।
রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন করেছেন। আর বেতাগীতে যাকে পদায়ন করেছে বাউফলের ইউএনও বশির গাজী। তিনি একজন বিতর্কিত কর্মকর্তা। তাকে অপসারণের জন্য আন্দোলন করছে বাউফলের ছাত্র-জনতা। এরকম একজন কর্মকর্তাকে কোনোভাবেই বেতাগীতে মেনে নেওয়া হবে না।
এদিকে, বদলির বিষয়ে বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন জানান, অভ্যন্তরীণ কারণে নিয়মিত কাজের অংশ হিসেবে তাদের বদলি করা হয়েছে।
অন্যদিকে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, বেতাগী ইউএনওর বদলির জন্য শিক্ষার্থীদের আন্দোলনের বিষয় বরিশালের বিভাগীয় কমিশনারকে অবহিত করা হয়েছে।
গত ১০ নভেম্বর স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদকে পটুয়াখালী বাউফল উপজেলায় স্থানান্তরিত হওয়ার আদেশ দেওয়া হয়।