আজ বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
এইচ এম বাবলু, বাউফল প্রতিনিধি:-
পটুয়াখালীর বাউফলে দুই ভাইয়ের সংঘর্ষে ৭জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষ ঘটে বলে জানা গেছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালাইয়া বন্দরের টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, রনজিত দাস (৬০), রাধা রাণী (৪০), রাজীব দাস (২৬), সজীব দাস (২০), মধু মেম্বর (৬৫), আশিশ (৩০), আশিক (২৮)। এরমধ্যে আশিকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, জমি নিয়ে আপন দুই ভাই রনজিত দাস ও মধু মেম্বরের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে দুই পরিবারের লোকজনের মধ্যে কথাকাটি হলে উভয় পরিবারের লোকজন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
মধু মেম্বর জানায়,তিনি ও তার পরিবারের লোকজন দীর্ঘ বছর ধরে বিএনপি করেন। এ কারণে তার ছোট ভাই রনজিত তার উপর ক্ষুব্দ ছিলেন। বিএনপি করার অপরাধে বিগত দিনে রনজিত তাকে ও তার দুই ছেলে আশিষ ও আশিককে কুপিয়ে জখম করে।
রনজিত দাস এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ও আমার পরিবারের কোন লোক বড় ভাই মধু মেম্বারের উপর হামলা করেনি। তার ভাই প্রথম হামলা করেছেন। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটছে। কোন রাজনৈতিক কারণে ঘটেনি।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানায়, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি ।পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।