আজ মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
এইচ এম বাবলু বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় কালাইয়া ইউনিয়নের ব্যবসায়ী শিবা নন্দ রায় বর্ণিক অপহরণের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অপহৃতকে দ্রুত উদ্ধার না করা হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। এই ঘটনায় পুরো এলাকায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ও ব্যবসায়িক কার্যক্রম অচল হয়ে পড়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত কাল শুক্রবার রাত ১০.১৫ মিনিটের দিকে অপহৃত শিবু রায় বনিক তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব নিকাশ করতে ছিলেন এমন সময় ৮/১০ জনের একটি দূর্বিত্তর দল অস্ত্র নিয়ে তার কর্মচারিদের বেঁধে ৫ লাখ টাকাসহ তাকে ট্রলার যোগে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে গেলেও তাকে উদ্ধার কাজে প্রশাসনের কোন ভূমিকা ছিল না।
এদিকে আজ শনিবার কালাইয়া বন্দরের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছেন। পরে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি ঘেরাও করে।
ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাসুদ বলেন,
“আমাদের একজন সহকর্মীকে স্বনামধন্য পুরাতন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রশাসনকে সময় দিয়েছি। যদি দ্রুত তাকে উদ্ধার করা না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
বাউফলের সাধারণ জনগণ এই ঘটনার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তারা চান প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে অপহৃত ব্যবসায়ীকে নিরাপদে ফিরিয়ে আনুক এবং এর মাধ্যমে বাউফলে শান্তি ফিরিয়ে আনুক।
এদিকে, বাউফল থানার (ওসি) মো. কামাল হোসেন বলেন,
“অপহরণের ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এরই মধ্যে অভিযান শুরু হয়েছে এবং আমরা দ্রুত তাকে উদ্ধারের জন্য কাজ করছি। ব্যবসায়ীদের ধৈর্য ধরার অনুরোধ করছি।”