আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য , পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ গাজী নুরুজ্জামান বাবুল এর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত্রে পিরোজপুর প্রেসক্লাবের মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক বনিকবার্তা ও বাংলা ট্রিবিউনের পিরোজপুর জেলা প্রতিনিধি আরিফ মোস্তফা।
প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান আহমেদ সজীব, বিএনপি নেতা ও এপিপি মনিরুল ইসলাম মনির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা মিলন, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো.রফিকুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক গৌতম নারায়ণ চৌধুরী, পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বিএনপি নেতা ও পিপি আবুল কালাম আকন ও প্রয়াত গাজী নুরুজ্জামান বাবুলের একমাত্র ছেলে ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্র।
বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের দীর্ঘ কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পিরোজপুরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। কিন্তু কখনোই তাঁর বিরুদ্ধে কেউ জনগণের অধিকার হরণের অভিযোগ তুলতে পারেননি। তাঁর এই মহতী জীবন থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে।
আলোচনা শেষে কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল খালেক মরহুম গাজী নুরুজ্জামান বাবুলের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন।