আজ বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

Logo
News Headline :
শ্রীনগরে প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধ শিক্ষকদের কর্মবিরতি মুন্সীগঞ্জে রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ বিকাশ মোড়ল গ্রেফতার রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন নিচে চাপা পড়ছে: ফখরুল মিরপুরে গেট ভেঙে স্টেডিয়ামে দর্শক, টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ ৭ উইকেট শিকার করে বিপিএলে তাসকিনের ইতিহাস ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি বাউফলে নতুন বই পেল প্রাইমারি স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফের   মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত  তজুমদ্দিনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গোল্ডকাপ শর্টপীচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন  তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 
পিরোজপুরে সড়ক দুর্ঘটনা, নিহত -০১

পিরোজপুরে সড়ক দুর্ঘটনা, নিহত -০১

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ শেখ (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

এ ঘটনায় রুদ্র বড়াল (২৮) নামের একজন গুরুতর আহত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সদর উপজেলার ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম এলাকার মো. ইদ্রিস শেখের ছেলে। আহত রুদ্র বড়াল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রবীন্দ্র বড়ালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে পিরোজপুরের কাউখালি থেকে আসা একটি মোটরসাইকেল পিরোজপুর চীন মৈত্রী সেতুর কুমিরমড়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর হুইল গার্ডের সাথে প্রচন্ড ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা রুদ্র ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহত উভয়কে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে এ ঘটনায় গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com