আজ শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

Logo
News Headline :
ভূরুঙ্গামারীতে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করলেন ইউএনও পবিপ্রবিতে এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৫ পালিত ভূরুঙ্গামারীতে আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে  মানববন্ধন  রাঙ্গামাটির লংগদুতে ওয়ামীর মসজিদ কম্পলেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন।” তজুমদ্দিনে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা  বোয়ালমারীতে আলু বোঝাইকৃত ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত সিলেট বিভাগে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে বন্ধ হচ্ছে পর্ন ওয়েবসাইট : আইন উপদেষ্টা পিরোজপুরে সাংবাদিকের ছেলেসহ অপহরণ – ২  পিরোজপুরে পটকা মাছ খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি – ৪
পবিপ্রবিতে এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৫ পালিত

পবিপ্রবিতে এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৫ পালিত

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধিঃ

“Animal Husbandry for Food Security and Sustainable Development” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৫ পালিত হয়েছে।  

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে দিবসটি উদযাপনের শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এক র‍্যালী উদ্বোধন করেন এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম। র‍্যালিটি এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের নিউ একাডেমিক ভবন থেকে শুরু হয়ে অনুষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।  

র‍্যালি শেষে দুপুর ৩টায় অনুষদের অডিটোরিয়ামে ‘Discussion and Scientific Seminar’ শীর্ষক আলোচনা সভা, ফ্রেশার্স রিসেপশন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এনিম্যাল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AHSA) সভাপতি প্রফেসর ড. এম. এইচ. কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ, AHSA র ভিপি, জিএসসহ ও সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবদুল্লাহ হিল কাফি ও আফরিন জাহান মুন।  

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. স্বপন কুমার ফৌজদার। তিনি “Animal Husbandry for Food Security and Sustainable Development” শীর্ষক প্রেজেন্টেশনে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এনিম্যাল হাজবেন্ড্রির অবদান, পুষ্টি ও প্রাণীজ আমিষের উৎপাদন বৃদ্ধির বিষয় তুলে ধরেন। এছাড়া খাদ্য নিরাপত্তা ও প্রাণীজ আমিষের ভবিষ্যৎ চাহিদা পূরণে বিভিন্ন কার্যকর পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।  

বিশেষ অতিথির বক্তব্যে এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন, “এএইচ ডে-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ‘Animal Husbandry for Food Security and Sustainable Development’ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই দিনটিকে সফলভাবে উদযাপন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশাবাদী, ভবিষ্যতে আমরা এই দিনটিকে আরও জাকজমকপূর্ণভাবে উদযাপন করতে পারব।”  

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে প্রফেসর ড. এম. এইচ. কাওসার বলেন, “প্রথমেই স্পনসরসহ আজকের অনুষ্ঠান সফল হওয়ার পিছনে যেসব ছাত্র-শিক্ষক অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ জানাই। এনিম্যাল হাজবেন্ড্রির উত্তরোত্তর উন্নতি কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।”

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com