আজ সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

Logo
News Headline :
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন ৫০ সেঞ্চুরির স্বপ্ন পূরণ করলেন বিজয় শেখ হাসিনার পক্ষে অনলাইন সভা, ববি শিক্ষকদের ভিডিও ঘিরে সমালোচনার ঝড় বাংলাদেশের মাঠ হলেও প্রথম দিন ছিল জিম্বাবুয়ের নির্বাচন ছাড়া সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হয় : আব্দুস সালাম বৈষম্যবিরোধী দুই নেতার নেতৃত্বে প্রাইম এশিয়ার পারভেজকে হত্যা, দাবি ছাত্রদলের সরকার দেশের ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে : জিএম কাদের পারভেজ হত্যা: ৮ জনের নাম উল্লেখ করে মামলা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর নওগাঁর বদলগাছীতে গুচ্ছগ্রামের খাল জোরপূর্বক দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
পটুয়াখালীর মহিপুরে শহীদ জীয়া প্রজন্ম দলের  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়

পটুয়াখালীর মহিপুরে শহীদ জীয়া প্রজন্ম দলের  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়

আব্দুল মান্নান, কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালী জেলার মহিপুরে বীর উত্তম শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও   শহিদ জিয়া প্রজন্ম দলের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র ্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শহিদ জিয়া প্রজন্ম দলের মহিপুর থানার কর্নধর মোঃ ওমর ফারুক মাতুব্বর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হেলাল উদ্দিন,  মোঃ রিয়াজ,মোঃ মেহেদী হাসান, মোঃ মাসুদ রানা,মোঃ মনির হোসেন সহ শহিদ জিয়া প্রজন্ম দলের  নেতৃবৃন্দ।

আলোচনা সভার সভাপতিত্ব করেন মোঃ রেজাউল ইসলাম, এ সময়ে মোঃ ওমর ফারুক মাতুব্বর বলেন আজ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বীরউত্তম স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী যার আদর্শে গড়া আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপি।শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের প্রাণপুরুষ। আধুনিক বাংলাদেশের স্থপতি। তার ছিল সুদূরপ্রসারী দৃষ্টি। তিনি ছিলেন ভিশনারি, এক স্বপ্নদ্রষ্টা। তিনিই জাতিকে একটি সত্যিকার গণতন্ত্রের শক্তভিত্তির ওপরে দাঁড় করাতে চেয়েছিলেন। আনতে চেয়েছিলেন অর্থনৈতিক মুক্তি। দিতে চেয়েছিলেন জাতিকে সম্মান আর গৌরব।

জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। নানা কারণে তিনি বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলী এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি ছিলেন একজন পেশাদার সৈনিক। তা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা ছিল অন্য কোনো রাষ্ট্রনায়কের ভাগ্যে তা জোটেনি। তিনি আরও বলেন বাংলাদেশের প্রতিটি নাগরীকের জিয়াউর রহমানের আদর্শে জীবন পরিচালনা করা বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শহিদ জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার মধ্য দিয়ে আমাদের মুল লক্ষ হতে হবে,বাংলাদেশ জাতীয়তাবাদী শহিদ জিয়া প্রজন্ম দলের মাধ্যমে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শেকে বাংলাদেশের প্রতিটি জনগনের মাঝে বাস্তবায়ন করা।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com