আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির সীমানায় বেড়া দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত হলেন— মো. সাইফুল ইসলাম (৩০), মো. আলামিন (১৮), মো. এমদাদুল হক (৪২)। এদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে পাঠানো হয়। আর হাফেজ মো. শাজাহান (৫৫), মোসা. নাসিমা বেগম (৪৫) ও মাইনুদ্দিন (২০) নামের আহত অপর ব্যক্তিদের কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, শাহজাহান মিয়া ও এমদাদের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে সীমানায় এমদাদুল হকের বাড়ির সীমানায় বেড়া দিতে গেলে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
আহত শাহজাহান বলেন, ‘আজ সকালে এমদাদুল তার স্ত্রী জুই, শালা আলামিন আমার বাড়ির সীমানা প্রবেশ করে বেড়া দিতে আসে। তখন আমার ছেলে সাইফুল বাধা দেওয়ায় তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে।’
পাল্টা দাবি করে আহত আলামিন বলেন, ‘আমি দুলাভাই এমদাদুলের বাড়ির সীমানায় ও আমাদের বাড়ির সীমানায় বেড়া দিতে গেলে। কিছু বুঝে ওঠার আগে হঠাৎ সাইফুল ও তার বাবা একসাথে আমাদের ওপরে হামলা চালায়।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানাযন, এই ঘটনা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।