আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

Logo
ঝালকাঠিতে মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :–

ঝালকাঠির সদর উপজেলার এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ব্যবসায়ীর নাম সুদেব হালদার (২৮) । তিনি সদর উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন।


নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাউকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান আছে। গতকাল রাত ১১ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে পথ মধ্যে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।


নিহত সুদেব হালদারের বড় ভাই সুকেশ হালদার বলেন,‘ কয়দিন আগে মোবাইল সারা নিয়ে একটি পক্ষের সাথে ঝগড়া হয়। ধারনা করা হচ্ছে একারনেই আমার ভাইকে হত্যা করা হতে পারে। যারা আমার ভাইকে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই।


নিহত সুদেব হালদারের মা শেফালী হালদার বলেন,‘ আমার ছেলে কারো সাথে কোন দিন খারাব ব্যবহার করেনি, কোন অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হল। আমি এর বিচার চাই।


ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, মাথায় কোপের আঘাত দেখা গেছে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে । এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে ৷

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com