আজ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম )প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভূরুঙ্গামারীতে বাজার মনিটরিং করেন বাংলাদেশ জামায়াত ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা । শনিবার সকাল ১১ ঘটিকায় ভূরুঙ্গামারীর বাজারে মনিটরিং কার্যক্রম করেন ভূরুঙ্গামারী উপজেলার জামায়াত ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসেন ।
শনিবার (০১ মার্চ ) সকাল ১১ ঘটিকায় ভূরুঙ্গামারীর বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ, তেল বা কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
এসময় ভূরুঙ্গামারী উপজেলার জামায়াত ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসেন বলেন সামনে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করার জন্য অভিযান পরিচালনা করছি। যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। এই অভিযান অব্যাহত থাকবে পুরো রমজান মাস।
ব্যবসায়ীদের জন্য আমরা মেসেজ দিতে চাই, পণ্য ক্রয় এবং বিক্রয়ের রসিক সংরক্ষণ করেন। এবং দোকানে পণ্যের মূল্য তালিকা ঝোলানো থাকবে, যাতে আমরা তালিকা বা রশিদ দেখে আমরা প্রশাষনের এর মাধ্যমে জরিমানা আনতে পারি। আর সাধারণ মানুষও যাতে প্রতারণা শিকার না হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার জামায়াত ইসলামীর সূরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ কামাল হোসেন, মোঃ আবু-সাঈদ সূর্রা ও কর্ম পরিষদ সদস্য, আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ মোঃ বাবলু হোসেন ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ রাহিজুল ইসলাম
০১৬১৩০১০২৬৯
০১.০৩.২০২৫