আজ মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে পক্ষাঘাত (প্যারালাইজড) থেকে সুস্থ হওয়া কিন্তু চিকিৎসা শেষে নি:স্ব হয়ে যাওয়া এক অসহায় দরিদ্রের ক্ষুদ্র ব্যবসায় আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন এক তরুণ সমাজসেবক। চিকিৎসা শেষে নি:স্ব হওয়া ব্যক্তির নাম আবুল কালাম আজাদ ওরফে কালাম খালাসী (৫০)। তার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চর দৈতরকাঠি গ্রামে। আবুল কালামের এক ছেলে ও এক মেয়ে। জানা যায়, আবুল কালাম ২০০৬ সালে প্রথমবার স্ট্রোক করেন। চৌদ্দ বছর পর ২০২০ সালে দ্বিতীয় বার স্ট্রোক করেন। সে সময় প্যারালাইজড হয়ে শরীরের একপাশের কর্মক্ষমতা হারিয়ে ফেলেন আবুল কালাম। সেই ২০২০ সাল থেকেই স্থানীয় তরুন সমাজসেবক এবং রক্তযোদ্ধা সুমন রাফি তাকে আর্থিক সাহায্য করতে থাকেন। বিভিন্ন সময় চিকিৎসার ব্যবস্থাও করেন। পাঁচ বছর পর এখন সে অনেকটাই সুস্থ। এখন আগের মতো আবার জীবিকার্জনে নিজেকে নিয়োজিত করে সংসারের দায়িত্ব গ্রহণ করতে চান। কিন্তু চিকিৎসা শেষে নি:স্ব আবুল কালাম পারছিলেন না অর্থাভাবে কোন ক্ষুদ্র ব্যবসাও পরিচালনা করতে। অবশেষে এলাকায় পরিচিত ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত সুমন রাফি একটি চায়ের দোকান করতে আবুল কালামকে আর্থিকভাবে সাহায্য করেন। উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে আবুল কালামের সম্প্রতি ভাড়া নিয়ে পরিচালনা করা একটি চায়ের দোকানে পাঁচ হাজার টাকার বিভিন্ন পণ্যসামগ্রী (বিস্কুট, সিগারেট, চিপস, ড্রাই কেক, চা, পান-সুপারি) কিনে দিয়েছেন। এ সময় সুমন রাফি দোকানের জন্য তাকে কিছু নগদ অর্থও প্রদান করেন। আবুল কালাম বলেন, দোকানের জন্য দ্রব্যসামগ্রী পেয়ে ভালো লাগছে। আমি অসুস্থ থাকার সময়ে চিকিৎসার ব্যবস্থা করতেও সুমন ভাই পাশে ছিল। এখন দোকানে জিনিসপত্র কিনে দিয়ে সাহায্য করলেন। এ ব্যাপারে সমাজসেবক সুমন রাফি বলেন, জীবিকার্জনের জন্য প্যারালাইজড (পক্ষাঘাত) থেকে সুস্থ হয়ে ওঠা আবুল কালামকে প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকার দ্রব্যসামগ্রী কিনে দিয়েছি, এরপর দোকানের অবস্থা ভালো হলে আরো ৫ হাজার টাকার দ্রব্যসামগ্রী কিনে দেবার প্রতিশ্রুতি দিয়েছি। এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যম কর্মী সনৎ চক্রবর্তী বলেন, সুমন রাফির বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে আমি তার সাথে থাকি। সুমন রাফির মতো মানবিক মর্যাদাসম্পন্ন লোকেদের এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তবেই একটা ন্যায্যতা ও সমতাভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে।