আজ মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

Logo
News Headline :
মান্নার মৃত্যু মানে চলচ্চিত্রের অর্ধেক মৃত্যু হয়ে গেছে : মিশা সওদাগর ঢাকায় আসছেন ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চিকিৎসকের গাফিলতির অভিযোগ বার্সার সামনে ইতিহাস, রিয়ালের সামনে প্রতিশোধ: এল ক্লাসিকো আসছে! আগামী মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল আজ নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী দুমকিতে বৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড, আহত ২ টেন্ডার করা কাজের টাকায় জিলাপি চাইলেন ওসি, তদন্তের নির্দেশ আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে : সালাহউদ্দিন আলোচনা-ঐক্যের মাধ্যমে রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে’
বদলগাছীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোই এসএসসি পরীক্ষার্থীকে মারধর।

বদলগাছীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোই এসএসসি পরীক্ষার্থীকে মারধর।

মোঃ সাগর হোসাইন (নওগাঁ) প্রতিনিধিঃ


নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গয়েশপুর গ্রামে দুই এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রনি চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে।

জানা গেছে, গয়েশপুর গ্রামের আলম চৌধুরীর ছেলে রনি চৌধুরী গোবরচাপাহাট থেকে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা একই গ্রামের এসএসসি পরীক্ষার্থী মুন্না (১৭), পিতা: মো. সাহাদুল, এবং তৌফিক (১৭), পিতা: উজ্জ্বল—রনিকে মোটরসাইকেল ধীরে চালানোর অনুরোধ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রনি নিজের পায়ে থাকা চামড়ার জুতা খুলে তাদের মারধর করেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে পরের দিন শুক্রবার সকাল ১০ টায় গয়েশপুর গ্রামে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি বিরাজ করে। উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থল পরিদর্শন করেন বদলগাছী থানা পুলিশ।

ভুক্তভোগীদের একজন বলেন, “রনি ভাই অনেক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। আমরা শুধু বলেছিলাম ধীরে চালাতে, কিন্তু তিনি কোনো কথা না শুনেই আমাদের উপর চড়াও হন।”

এ বিষয়ে একাধিক গ্রামবাসী বলেন, রনি চৌধুরী ইতিপূর্বেও বেপরোয়া ভাবে গাড়ি চালিয়েছে কেউ কোনো কথা বললে তাদের সে মেরেছে। মসজিদে ছোট বাচ্চারা নামাজে এসে চিৎকার করবে এটাই স্বাভাবিক। কিন্তু ছোট বাচ্চারা এমন করায় সে ছোট বাচ্চাদের মারধর করেছে।

ঘটনার বিষয়ে অভিযুক্ত রনি চৌধুরীর বক্তব্য জানতে তার বাড়িতে যোগাযোগ করা হলে তিনি বাড়িতে অনুপস্থিত থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে এসআই রনি বলেন, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে এসেছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com