আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

Logo
ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার

চলমান মাহে রমজান ও ঈদকে সামনে রেখে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার সড়কে ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদে যৌথ ভাবে নেমেছে জেলা প্রশাসন ও পৌরসভা। এসময় সড়কে উপর ও ফুটপাতে অবৈধ ভাবে দোকান-পাট পরিচালনার অভিযোগে ভোক্তা অধিকারের বিভিন্ন আইনে ৮টি মামলায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মালামাল জব্দ করা হয়।

বুধবার ১২ মার্চ দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: বুলবুল আহমদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু।

জেলা প্রশাসন সুত্রে জানা যায় রমজান মাস জুড়ে খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকটসহ ভোক্তাদের হয়রানী, ফুটপাতে অবৈধ দোকান রোধে মনিটরিংয় কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে সহায়তা করে সেনাবাহিনী ও পুলিশ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com