আজ মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
নিহতরা হলেন, মিজমিজি এলাকার মৃত আ. ছামাদের মেয়ে লামিয়া আক্তার (২২), তার শিশু সন্তান আব্দুল্লাহ (৪), বড় বোন স্বপ্না আক্তার (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মিজমিজি এলাকার একটি পুকুরের পাড় থেকে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করা হয়েছে। তিনি এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পারিবারিক কলহ ও যৌতুক দাবির জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘মিজমিজি এলাকার একটি পুকুরে বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা একই পরিবারের সদস্য। পিবিআই ঘটনাস্থলে তদন্ত করছে।’