আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

Logo
পিবিপ্রবিতে ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন

পিবিপ্রবিতে ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি : 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১.০০টায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক – শিক্ষার্থী, কর্মকর্তা – কর্মচারীরা ধর্ষণ, সহিংসতা ও নিপিড়ন বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে এ মানববন্ধনে অংশ গ্রহণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এম আয়ুব হুসাইন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমা আক্তার।

 এসময় উপাচার্য বলেন, সারাদেশে যেভাবে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েছে তাতে দেশবাসী অত্যন্ত আতঙ্কিত ও উদ্বিগ্ন। দেশে সম্প্রতি শিশু থেকে শুরু করে বৃদ্ধ ও গর্ভবতী নারীরা পর্যন্ত ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনায় মনে হচ্ছে- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট কোথাও নারীরা নিরাপদ নন।

তিনি আরও বলেন, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে ২৯৪ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন ৯৬ জন, যার মধ্যে ৪৪ জন শিশু যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 এ ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নিবির ইকবাল ও গণিত বিভাগের নাওমি নাওয়ার।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com