আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

Logo
News Headline :
পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল খুবির ভর্তি পরীক্ষায় সুপেয় পানির জন্য “ মুগ্ধ পানি কর্ণার”
কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুবিতে প্রতিবাদ মিছিল

কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুবিতে প্রতিবাদ মিছিল

খুবি প্রতিনিধি, মারুফ আহম্মেদ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারন শিক্ষার্থী ও শিক্ষকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদী মিছিল করে।

আজ মঙ্গলবার রাত ১১.৩০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদীচত্ত্বর থেকে এই প্রতিবাদী মিছিল শুরু হয়ে তিনটা হল প্রদক্ষিণ করে ক্যাম্পাসের মূল ফটকে যেয়ে শেষ হয়। এ সময় কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা মিছিলে ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘চব্বিশের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘বায়ান্নর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘কুয়েটে হামলা কেন? প্রশাসন জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বলেন, ‘আজকে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের প্রশাসনকে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে এর বিচার নিশ্চিত করতে হবে। আজকে ছাত্রদল যে লিখিত বিবৃতি দিছে তাতে তারা উল্লেখ করছে ছাত্রদলের ওপর হামলা করা হয়েছে। এটা অত্যন্ত হাস্যকর এবং ছাত্রলীগের মতো কার্যকলাপ। আমি ছাত্রদলের ভাইদের বলতে চাই আপনারা ছাত্রলীগের পথে হাঁটবেন না।’

তারা আরও বলেন, ‘আমরা ছাত্রলীগকে দেশছাড়া করেছি। আপনারাও যদি তাদের পথে হাঁটেন তাহলে আপনাদেরকেও বিতাড়িত করতে দ্বিধাবোধ করবো না। কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না করলে সাধারণ শিক্ষার্থীরা মাঠ ছাড়বে না। ছাত্র রাজনীতির সংস্কার না হলে বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না। অন্যথায় ক্যাম্পাসে এরকমই হামলা, সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকবে। আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলব, আপনারা যদি জুলাই অভ্যুত্থানের স্প্রিরিট ধরে রাখতে চান তাহলে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো দল যেন লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি না করতে পারে।’)

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানালে ছাত্রদল কর্তৃক হামলার শিকার হন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com