আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

Logo
News Headline :
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ আসছে, জানালেন অমি হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত যুবদল নেতা পিন্টু  আগৈলঝাড়ায় ঘরে একা পেয়ে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণ বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের নেতৃত্বে শহিদুল-ইনামুল পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ  খুলনা শহরের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হলো খুবি ভর্তি পরীক্ষা ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পিরোজপুর পৌর কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষার কেন্দ্রে বই-মোবাইল, ৯ শিক্ষক বহিষ্কার
আদমপুরে অবৈধ ভাবে বালু পরিবহন করায় একজনের বিনাশ্রম কারাদণ্ড, আরেকজনকে ২ লাখ টাকা জরিমানা

আদমপুরে অবৈধ ভাবে বালু পরিবহন করায় একজনের বিনাশ্রম কারাদণ্ড, আরেকজনকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার 

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ১০ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সেনাবাহিনীর একটি দল ও কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়ালীঘাট এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপরজনকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন জানান, “পরিবেশ ও নদী রক্ষায় আমাদের নিয়মিত এই ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধ বালু উত্তোলনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, কোনো অনুমোদন ব্যতিরেকে বালু উত্তোলন ও পরিবহন করা দণ্ডনীয় অপরাধ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com