আজ শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে অক্টোবর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ রয়েছে ভেনিজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে। এ দুই ম্যাচে পাওয়া যাবে দলটির অধিনায়ক লিওনেল মেসিকে। ইন্টার মিয়ামির কোচ জেরার্ড টাটা মার্টিনো এ তথ্য জানিয়েছেন।
আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি সবশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন কোপা আমেরিকার ফাইনালে। তবে কলম্বিয়ার ওই ম্যাচে পায়ের গোড়ালি মচকে যায় তার। দীর্ঘ সময়ের জন্য ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল থেকে ছিটকে যান ৩৭ বর্ষী মহাতারকা।
মার্টিনো শুক্রবার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সবশেষ অবস্থা জানাতে বলেছেন, ‘আমাদের সাথে ম্যাচ থাকার সাথে সাথে মেসির জাতীয় দলের সাথেও ম্যাচ রয়েছে। সে দিন দিন ভালোর দিকে যাচ্ছে এবং ৯০ মিনিট খেলছে।’
স্পষ্টত, মেসির অনুশীলনে আলাদা শারীরিক পরিশ্রমের দরকার নেই। তবে প্রতিযোগিতায় তার ছন্দ দরকার, যেন সে ভালভাবে প্লে অফে খেলতে পারে। কারণ আমাদের খেলা ছাড়াও তার খেলা রয়েছে। আমাদের আশা সে প্লে-অফে খুব ভালো অবস্থায় ফিরবে।